১। কোন গল্পটি পাঠে শিক্ষার্থীর মধ্যে কর্তব্য পরায়ণতা ও নৈতিকতার চেতনা সৃষ্টি হবে?
ক) অতিথির স্মৃতি খ) পড়ে পাওয়া
গ) তৈলচিত্রের ভূত ঘ) সুখী মানুষ
০২। বাংলা সাহিত্যে কালজয়ী কথাশিল্পী বলা হয় কাকে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বিভূতিভূষণ বন্দোপাধ্যয়
গ) শৎচন্দ্র চট্টোপাধ্যয়
ঘ) মানিক বন্দোপাধ্যয়
০৩। একটু দেরি করে আসত কোন পাখি?
ক) বুলবুলি খ) বেনে-বৌ
গ) শালিক ঘ) টুনটুনি
০৪। ‘ভাব ও কাজ’ কোন ধরনের সাহিত্য?
ক) প্রবন্ধ খ) ছোটগল্প
গ) কাহিনী কাব্য ঘ) উপন্যাস
০৫। ‘আত্মগ্লানি’ শব্দের অর্থ হলো-
i. নিজের ওপর ক্ষোভ ও ধিক্কার
ii. অনুতপ্ত
iii. অনুশোচনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
০৬। হাসিয়া হচ্ছে-
ক) নৌকায় আঁকা কাজ
খ) বাঁশ ও বেতের কারুকাজ
গ) পোড়ামাটির কাজ
ঘ) খাট পালঙ্কের কারুকাজ
০৭। ‘পথের পাঁচালি’ উপন্যাসের রচয়িতা কে?
ক) মানিক বন্দোপাধ্যয়
খ) বিভূতিভূষণ বন্দোপাধ্যয়
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যয়
ঘ) কামিনী রায়
০৮। ‘সম্পদই অশান্তির মূল কারণ’-উক্তির ভাবগত সংগতি আছে---
ক) লাভের ধন পিঁপড়ায় খায়
খ) অতি লোভে তাঁতী নষ্ট
গ) অপচয় করো না অভাবে পড় না
ঘ) লোভে পাপ পাপে নষ্ট
০৯। ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান’-পঙক্তিতে ‘মানবধর্ম’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
i. অসাম্প্রদায়িক চেতনা
ii. সাম্প্রদায়িক চেতনা
ii. মানুষের জয়গান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) iiও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১০। কামিনী রায় কে ‘জগত্তারিনী’ পুরস্কার দেয় কোন বিশ্ববিদ্যালয়?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ) দিল্লি বিশ্ববিদ্যালয়
ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়
১১। বাংলা সাহিত্যে প্রথাবিরোধী লেখক কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) কাজী নজরুল ইসলাম ঘ) কালিদাস রায়
১২। ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?
ক) ঝরা পালক খ) রূপসী বাংলা
গ) বনলতা সেন ঘ) ধূপ ছায়া
১৩। কবি প্রভুকে কী সঁপতে দাড়িয়েছেন?
ক) ভক্তি খ) আকুতি
গ) আঁখি জল ঘ) মনের কষ্ট
১৪। ‘বহুদিন পরে মনে পড়ে আজি, পল্লী মায়ের কোল-’ পঙক্তিদ্বয়ের প্রতিফলন নিচের কোন লাইনে-
ক) ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন
খ) পল্লবঘন আম্রকানন রাখালের খেলাগেহ
গ) ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি
ঘ) আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা সুখহীন-
১৫। ‘জনম কালো, মরণ কালো, কালো ভূবনময়’ পঙক্তিতে প্রকাশ পেয়েছ-
i. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই কৃষকের কালো
ii. কৃষকই পৃথিবীর সব জয় করেছে ii. কৃষকই সত্যতার বিনির্মাতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) iiও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৬। বাবুরের মহত্ত্ব কবিতায় ফুটে উঠেছে বাবুরের-
i. বীরত্ব ii. মহানুভবতা ii. ক্ষমাশীলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) iiও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৭। ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি গঠিত হয়?
ক) সন্ধি খ) বাক্য
গ) শব্দ ঘ) বর্ণ
১৮। ভাষার সর্বোচ্চ মার্জিত রূপকে বলা হয়-
ক) সাধু ভাষা খ) প্রমিত ভাষা
গ) চলিত ভাষা ঘ) আঞ্চলিক ভাষা
১৯। ধ্বনি তোরি হয় কীসের সাহায্যে?
ক) বাগযন্ত্র খ) কণ্ঠনালী গ) ফুসফুস ঘ) বাতাস
২০। ‘শ’ এর উচ্চরণ ইংরেজি S এর মতো হয় কোন শব্দে?
ক) মশা খ) শ্বাস গ) নিশ্চয় ঘ) প্রশ্ন
২১। ও, ঔ এই বর্ণগুলোর উচ্চারণ স্থান কোনটি?
ক) কণ্ঠ ও তালু খ) কণ্ঠ ও ওষ্ঠ
গ) দন্ত ও ওষ্ঠ ঘ) তালু
২২। বাংলা সন্ধি কত প্রকার?
ক) ৩ প্রকার খ) ২ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
২৩। ‘মহৌষধি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) মহা+ঔষধ খ) মহা+ওষধি
গ) মহা+অষুধি ঘ) মহা+ঔষধি
২৪। যৌগিক ক্রিয়ার উচ্চারণ কোনটি?
ক) সাইরেন বেজে উঠল খ) সাপুড়ে সাপ খেলায়
গ) আমি বাড়ি গিয়ে ঘ) সে বাড়ি যায়
২৫। প্রযোজক ধাতুর অপর নাম কী?
ক) ণিজন্ত ধাতু খ) সাধিত ধাতু
গ) মৌলিক ধাতু ঘ) কর্মবাচ্যের ধাতু
২৬। কোনটি নিত্যবৃত্ত অতীতের উদাহরণ?
ক) আমি সমিতিতে ৩০ টাকা চাঁদা দিয়েছিলাম
খ) তোমার যা খুশি কর
গ) রোজ সকাল আমরা হাটতে যেতাম
ঘ) বাতি নিভে গেল
২৭। সব সময় সত্য বলবে-কোন কালের উদাহরণ?
ক) ভবিষ্যৎকাল খ) অতীতকাল
গ) ভবিষ্যৎ অনুজ্ঞা ঘ) বিভক্তির সাহায্যে
২৮। ‘বসতবাড়ি’ শব্দটি গঠিত হয়েছে-
ক) সন্ধির সাহায্যে খ) সমাসের সাহায্যে
গ) প্রত্যয়যোগে ঘ) বিভক্তির সাহয্যে
২৯। লেখকের মনের ভাব সুন্দর ও আকর্ষণীয় হয়-
ক) সমার্থক শব্দে খ) যুক্তবর্ণ
গ) সমোচ্চরিত শব্দে ঘ) দ্বিরুক্ত শব্দে
৩০। ‘নদী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) তটিনী খ) বারি গ) জলধি ঘ) সমীর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন