মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

দরিদ্র কৃষক ও তার বিচক্ষণ মেয়ে



এক গ্রামে এক দরিদ্র কৃষক এবং তার মেয়ে বাস করতেন ঐ গ্রামে এক খারাপ লোক বাস করতেন খারাপ লোকটি চড়া সুদে টাকা ধার দিতেন এবং টাকা ফেরত না দিতে পারলে তার সর্বস্ব কেড়ে নিতেন দরিদ্র কৃষক একবার ঐ লোকটির কাছ থকে কিছু টাকা ধার নিয়েছিলেন এবং ফেরত দিতে পারলেন না এমতবস্থায় খারাপ লোকটি এক চতুর উপায় অবলম্বন করে টাকার বিনিময়ে কৃষকের মেয়েটিকে কব্জা করতে চাইলেন খারাপ লোকটি নিজেকে উদার প্রমাণ করতে গ্রামের সবাইকে নিয়ে নদীর তীরে গিয়ে বললেন যে তার হাতে থাকা থলিটার মধ্যে তিনি সাদা এবং কালো রঙের দুটি পাথর রাখবেন মেয়েটির ভাগ্য পরীক্ষার নিমিত্তে থলি থেকে একটি পাথর উঠাবেন মেয়েটি যদি সাদা পাথার উঠায় তাহলে তিনি মেয়েটিকে ছেড়ে দেবেন এবং টাকাও মওকূপ করে দিবেন কিন্তু মেয়েটি যদি কালো পাথর উঠায় তাহলে টাকার বিনিময় হিসাবে তাকে বিয়ে করতে হবে এবং এটাকে ভাগ্য বলেই মেয়েটিকে মেনে নিতে হবে পরীক্ষা শুরু হলে খারাপ লোকটি কৌশলে থলিটির ভিতর দুটোই কালো রঙের পাথর রেখে দিলেন কিন্তু মেয়েটি যথেষ্ট চালাক ছিল এবং সে এটা বুঝে গেল এবার বলুন আপনি যদি মেয়েটির জায়গায় থাকতেন তাহলে কি করতেন?

মেয়েটি যদি পাথর উঠায় তাহলে অবধারিতভাবে সে কালো পাথর উঠাবে এবং শর্তানুসারে তাকে ঐ খারাপ লোকটিকে বিয়ে করতে হবে

আবার মেয়েটি যদি সবাইকে বলে দেয় যে খারাপ লোকটি থলিটির ভিতর দুটোই কালো পাথর রেখেছে তাহলে খারাপ লোকটি ভুল স্বীকার করে নতুন করে পরীক্ষা শুরু করবে এবং সেক্ষেত্রে ভাগ্য মেয়েটিকে যেকোন একটি পাথর উঠাতে পারে অর্থৎ সেক্ষেত্রে খারাপ লোকটিকে বিয়ে করার একটা চান্স থেকে যাচ্ছে

এবার শুনু মেয়েটি করেছিলেন, মেয়েটি পাথর উঠালেন এবং সাথে সাথে মাথা ঘুরে যাওয়ার অভিনয় করে কেউ পাথরটি দেখার আগেই নিচের অসংখ্যা পাথরের মধ্যে সেটি ফেলে দিলেন এবং তারপর সবাইকে তার অসুস্থ্যতার জন্য দুঃখ প্রকাশ করে বললেন যে যেহেতু থলিতে একটা কালো এবং একটা সাদা পাথর থাকার কথা তাই থলির পাথরটি পরীক্ষা করলেই জানা যাবে যে সে আসলে কোন পাথরটি উঠিয়েছে

সকলেই এটা মেনে নিল এবং থলি পরীক্ষা করে দেখা গেল সেখানে কালো রঙের পাথর আছে মেয়েটি খারাপ লোকটির হাত থেকে বেঁচে গেল কেননা খারাপ লোকটির আর এ কথা বলার উপায় ছিল না যে সে ইচ্ছাকৃভাবে থলিটির ভিতর দুটোই কালো পাথর রেখেছে


সংগ্রহঃ "তুমিও জিতবে"-শিব খেরা 


1 টি মন্তব্য: