বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

চাকরির আবেদনপত্র লেখার নিয়ম / নমুনা


তারিখঃ ০১/১০/২০২০ খ্রি.

বরাবর

নির্বাহী পরিচালক

জাগরণী চক্র ফাউন্ডেশন

৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০।

 


বিষয়: পিয়ন কাম গার্ড পদে নিয়োগের জন্য আবেদন।

 

জনাব

সবিনয় নিবেদন এই যে, গত ২১ সেপ্টেম্বর http://www.jcf.org.bd/ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম, আপনার অধীনে “পিয়ন কাম গার্ড” পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার সকল প্রয়োজনীয় তথ্যাদি আপনার সদয় অবগতির জন্য সন্নিবেশ করলাম।

০১।   নাম                        : তরুণ কান্তি দাস

০২।   পিতার নাম                 : দীপক কুমার দাস

০৩।   মাতার নাম                  : ছায়া রানী দাস

০৪।   জন্ম তারিখ                  : ১১ নভেম্বর ১৯৯৮ খ্রি.।

০৫।   জাতীয়তা                   : বাংলাদেশী।

০৬।   জাতীয় পরিচয় পত্র নং       : ৪২৮৪২৫৯৬৮৫।

০৬।   স্থায়ী ঠিকনা                 : গ্রাম: . . . . . . . . . ।

০৭।   বর্তমান ঠিকানা               : গ্রাম: . . . . . . . . . ।

০৮।   মোবাইল নম্বর               : ০১৭৮৭ ০৯৫৯০৯

০৯।   ধর্ম                         : সনাতন (হিন্দু)।

১০।   শিক্ষাগত যোগ্যতা           :

পরীক্ষার নাম

বিভাগ

ফলাফল (জি.পি.এ)

বোর্ড

পাশের সাল

এসএসসি

মানবিক

২.৭৫

যশোর

২০১৪

 

অতএব মহোদয় সমীপে বিনীত নিবেদন উপরোক্ত তথ্য বিবেচনা করে আমি যাতে “পিয়ন কাম গার্ড” পদে নিয়োগ পেতে পারি তার বিহিত ব্যবস্থা করতে জনাবের মর্জি হয়।

 

 

নিবেদক

 

সংযুক্ত:

(বিজয় দাস)

০১।   শিক্ষাগত সনদ পত্রের ফটোকপি।

০২।   দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি।

০৩।   জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

০৫।   নাগরিক সনদপত্রের ফটোকপি।

০৬।   পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত। 


আপনি চাইলে এই নমুণা আবেদনপত্রটির একটি ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ডাউনলোড করে নিতে পারেন এখানে ক্লিক করে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন