অনেক অনেক কাল আগের কথা। এক দেশে ছিল এক স্বৈরশাসক রাজা। সেই দেশের সাম্যবাদী ছাত্রদল নামে একটা দলের সদস্যরা দেশের কিছু জনগণকে উজ্জীবিত করে স্বৈরশাসকের বিরুদ্ধে এক বিশাল আন্দোলন গড়ে তুলল। শেষ পর্যন্ত স্বৈরশাসক পরাজিত হল। সাম্যবাদী দল তখন সে দেশের সবচেয়ে জ্ঞানী লোকটিকে সিংহাসনে বসালেন। জ্ঞানীরাজা সিংহাসনে বসেই অনেক জ্ঞানী জ্ঞানী কথা বললেন। দেশের জনগণ খুব খুশি হলেন। জ্ঞানী রাজা ঘোষণা দিলেন, এখন থেকে সবাই মুক্ত। সাম্যবাদী ছাত্রদল এই ঘোষণা শুনে মহাখুশি। তারা আনন্দের অতিশায্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে হামলা, লুটপাট অগ্নিসংযোগ শুরু করে দিল। অনেক সাধারণ জনগণ বললেন, “এমন মুক্তি তো আমরা চাইনি”। জ্ঞানী রাজা তখন বললেন, “ছাত্ররা সদ্য মুক্তির স্বাদ পেয়েছে, তাই একটু ওরকম হচ্ছে। একটু সময় দেন আমি সব ঠিক করে দেবো, কারো কোন দুঃখ থাকবে না।” জনগণ আবার আশান্বিত হল।