Advertisement

Responsive Advertisement

বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 


আমার বিদ্যাশিক্ষা শুরু হয়েছিল সীতানাথ বসাক প্রণীত "আদর্শ লিপি" আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত "বর্ণপরিচয়" পড়ার মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বর্ণ পরিচয়ের "জল পড়ে পাতা নড়ে" পড়েই নাকি তার মধ্যে প্রথম কবিতার ছন্দ তৈরি হয়েছিল। আমারও তেমনি "যে চুরি করে, মিথ্যা কথা কয়, ঝগড়া করে, মারামারি করে, তাহাকে অভদ্র বলে। তুমি কদাচ অভদ্র হইও না", "কখনও কাহাকেও কূবাক্য কহিও না।" কিংবা "সদা সত্য কথা কহিবে" ইত্যাদি বাক্যগুলোর মধ্য দিয়ে নৈতিকথা শিক্ষা হয়েছিল। তাই আমার জীবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম ও দ্বিতীয় ভাগের গুরুত্ব অপরিসীম। আজকের ইন্টারনেটেও যুগেও আমি বইদুটিকে খুব মিছ করি।  অনেক খুঁজেও ইন্টারনেটে এই বই দুইটা আমি পাইনি। যা পেয়েছি তা সাদাকালো এবং ছবি ছাড়া। কিন্তু এই বইটিতে ছবি রয়েছে। প্রয়োজন মনে করলে বইটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। 

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ