Advertisement

Responsive Advertisement

আমার কথা


নিজেকে সবসময় শান্তিপ্রিয়, মানবতাবাদী এবং মনের সৌন্দর্য্যে বিশ্বাসী ভাবতে ভাল লাগে। কারো নিন্দা করা পছন্দ করি না। যে কোন নতুনত্বের প্রতি আমার প্রচন্ড দূর্বলতা রয়েছে। বন্ধুত্বের ব্যাপারে নিজেকে খুব খুতখুতে মনে হয়। সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারি না এবং যে কোন পরিবেশের সাথে নিজেকে সবসময় মানিয়ে নিতে কষ্ট হয়। আমি কখনও বেশ নির্লিপ্ত আবার কখনও বেশ সহানুভূতিশীল ও স্পর্শকাতর। ফলে অনেকে আমার রহস্যময় মনে করে, আমাকে খুব সহয়ে বুঝে উঠতে পারে না। আত্মমর্যাদাবোধ খুব প্রখর হওয়ায় আমি এমন কিছু করা থেকে বিরত থাকি যাতে আমার আত্মমর্যাদা ক্ষুন্ন হয়। নিজেকে নির্লিপ্ত রেখে বিচক্ষনতার সঙ্গে উপদেশ ও পরামর্শ দিতে পারি। ধীরস্থির এবং সহজে রাগী না, তবে নিজের সমালচনা সহ্য করতে পারি না। কাজকেই বেশি গুরুত্ব দেই, ফলে আবেগের অনেকদিক অনেক সময় অবহেলা করতে বাধ্য হই। আমার জীবনের সাথে প্রয়োজনীয় অর্থ পেলেই আমি সন্তুষ্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ