Advertisement

Responsive Advertisement

বই পর্যালোচনা

বই পড়া আমার সখ নয়, নেশা। ছোটবেলা থেকে যখনই হাতের কাছে কোন বই পেয়েছি চেষ্টা করেছি পড়ে ফেলার। পড়ার পর বইটি সম্পর্কে ভালো লাগা মন্দ লাগা গুলো লিখে রাখার অভ্যাসও ছোটবেলা থেকে। প্রথমদিকে ডাইরিতে লিখে রাখতাম। পরবর্তীতে ইন্টারনেটে যুক্ত হওয়ার পর ব্লগে লেখা শুরু করি। ডাইরি ইচ্ছা করেই নষ্ট করে ফেলেছিলাম। ব্যক্তিগত ব্লগও বিশেষ কারণে একবার ডিলিট হয়ে যায়। আবারো নতুন করে শুরু করার পর পুরোনো লেখাগুলো তাই নতুন করে লিখতে হচ্ছে। তবু চেষ্টা করছি।

২০। দূরবীন-শীর্ষেন্দু মুখোপাধ্যয় 
১৬। দ্যা পিরামিড-ঈসমাইল কাদরী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ