কেমন আছেন সবাই? অনেকদিন পর আজ লিখতে বসলাম। আসলে শত ব্যস্ততার মাঝেও ইলাস্ট্রেটর নিয়ে কিছুটা সময় পার করার মত একটা টপিক পেয়ে গেছিলাম। যদিও কাজটা মনের মত করতে পারিনী, আরও ভাল হওয়া উচিত ছিল তারপরেও পোস্টটা লিখে ফেলছি এই কারণে যে সময়ের খুব অভাব। এখন না লিখলে হয়তো কিছুদিন পর আর এটা নিয়ে কাজ করাও হবে না, ভুলেই যাবো। যা হোক চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইনাল ইমেজটি একবার দেখে নেবো।
শুরুতে আমরা নিচের চিত্রের ন্যায় একটা ত্রিভূজ অংকন করব। এটা আমি পেন টুল ব্যবহার করে করেছি, আপনারা চাইলে অন্য যেকোনভাবেও তৈরি করতে পারেন। এরপর এটাতে কালার দিন, আমি এখানে কমলা রঙ ব্যবহার করেছি।